শাহ জামাল শিশির, ঝিকরগাছা (যশোর) :
ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় প্রত্যন্ত অঞ্চল থেকে দর্শণার্থীদের সমাগমে আইন শৃংঙ্খলা রক্ষা
ও সার্বিক প্রস্তুতি নিয়ে ফুলচাষী, ফুলব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি) বিকেলে
ফুলকানন পানিসারা-হাড়িয়া ফুল মোড়ে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির (বিএফএস) সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএফএসএর নির্বাহী সদস্য মীর বাবরজান বরুন, পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন, ফারুক হোসেন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, মাস্টার ফারুক হোসেন, শাহীনুর রহমান শাহীন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন মীর ফারুক হোসেন। এসময় উপস্থিত ছিলেন প্রথম ফুল চাষী শের আলী সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভালো ফুলের ভালো দেশ, গড়ব মোরা বাংলাদেশ এই শ্লোগানের বাস্তবতা গড়ার প্রত্যয়ে ফুলকানন পানিসারা-হাড়িয়া ফুল মোড়ে সমাগত দর্শণার্থীদের নানা
সুবিধার বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে সুপেয় পানি, টয়লেট ব্যবস্থা, যানবাহন রাখার জন্য জায়গা নির্ধারণসহ আইন শৃংঙ্খলা রক্ষার বিষয়ে
সেচ্ছাসেবী গঠন করা নিয়ে মতবিনিময় সভা হয়।