আজ - রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১০:২২

গলাচিপা উপজেলায় রোকেয়া দিবসে ৫ নারী জয়িতাকে সম্মাননা প্রদান।

 

নারী শিক্ষা জাগরণের উপমহাদেশের এক অনন্য নাম, বেগম রোকেয়া সাখাওয়াত। জন্ম থেকে তার কর্মের এবং নারীর শিক্ষা সহ অধিকার প্রতিষ্ঠায় যিনি ২০০৪ সনে বিবিসি জরিপে শ্রেষ্ঠ বাঙালির মধ্যে, বেগম রোকেয়া বিশ্বব্যাপী ক্ষ্যাতি অর্জন করে। রোকেয়া দিবসটি, উপজেলা প্রশাসন ও পরিষদ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে, শনিবার সকাল দশটায় এক আলোচনা সভা ও পাঁচ কর্মক্ষেত্রে সফল নারীকে জয়িতা পুরস্কারে সম্মানিত করা হয়। সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, শিরিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জননেতা মু. শাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার একজন শিক্ষা অনুরাগী, গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সালমা ওয়াহিদ, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা তথ্য আপা ইসমত আরা। যে পাঁচ জন জয়িতা সন্মাননা অর্জন করেছে, তারা হলেন, শিক্ষায়, নুসরাত জাহান আনা, সফল জননী, মাকসুদা বেগম, অর্থনৈতিকভাবে সফল্যতায়, নিপা বেগম, নির্যাতনের বিভীষিকায় ঘুরে দাঁড়িয়েছেন, রেনু বেগম এবং সমাজসেবায় সালমা বেগমকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন এনজিও, নারী কর্মী ,সামাজিক নারী নেত্রী, সহ গণমাধ্যম কর্মীরা অংশ নেয়।

আরো সংবাদ