আজ - শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:৪৬

গৃহবধূকে বেঁ’ধে রেখে বেনাপোলে দু’র্ধ’র্ষ ডা’কা’তি

যশোরের বেনাপোলে হালিমা (৩৮) নামে এক গৃহবধূকে বেঁধে রেখে নগদ ১৬ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাত দলের সদস্যরা।

মঙ্গলবার (২২ নভেম্বর) গভীর রাতে বেনাপোলের গয়ড়া গ্রামের উত্তরপাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন আশানুর রহমানের বাড়ি এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ হালিমা জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ রুমের ভেতর একদল ডাকাত সদস্যকে দেখতে পান। তারা মুহূর্তের মধ্যে তার হাত-পা ও চোখ বেঁধে ফেলে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ ১৬ লাখ টাকা লুট করে চলে যায়।

তাৎক্ষণিক পরিবারের সদস্যরা জরুরি সহায়তা নম্বর ৯৯৯ এ কল করে পুলিশকে ডাকাতির বিষয় অবগত করে। সকালে বেনাপোল পোর্টথানা পুলিশের সদস্যরা ভুক্তভোগীর বসতবাড়ি পরিদর্শন করে।

বুধবার সকালে পরিদর্শন কালে বেনাপোল পোর্টথানার এস আই অমিত হাসান উপস্থিত সাংবাদিকদের জানান, ৯৯৯ এ কল মোতাবেক সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ডাকাতির সত্যতা মিলেছে। অভিযোগ পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত