আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:০৮

‘গোপনে’ যশোর ক্রীড়া সংস্থার এজিএম আজ!

অনিয়ম-দুর্নীতি গোপন করতে অন্তরালে আড়ালে আয়োজন করা হয়েছে যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা (এজিএম)। দীর্ঘ ১৫ বছর পরে অনুষ্ঠিতব্য এই এজিএম-এ কেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের আমন্ত্রণ জানানো হলো না এমন প্রশ্ন উঠছে ক্রীড়া সংগঠকদের মধ্যে। শুধু তাই নয়; আজ অনুষ্ঠিত হতে যাওয়া পিটিআই অডিটোরিয়ামের এই অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হয়নি কোন সংবাদকর্মীকে। ফলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ক্রীড়া সংগঠকদের মধ্যে।

যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক কার্যনির্বাহী সদস্য ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মান্নান বলেন, ‘যশোর জেলা ক্রীড়া সংস্থার গ্যালারি ও বড় জিমনেসিয়াম থাকার সত্ত্বেও সাধারণ সভা করা হচ্ছে পিটিআই অডিটোরিয়ামে। তাদের এই অনিয়ম-দুর্নীতি গোপন করতে এই এজিএম করা হচ্ছে অন্তরালে আড়ালে পিটিআই অডিটোরিয়ামে। এই কমিটি বিগত চার বছরে দায়িত্বে থাকার সময় বিভিন্ন অনিয়ম করেছে। তার মধ্যে পুরানো গ্যালারি ভাঙ্গার ওয়েস্ট টেন্ডার বাদে নিজেরা হরিলুট করেছে। এছাড়াও জিমনেসিয়াম ও স্টেডিয়াম সংস্কারের নামে মোটা অঙ্কের অর্থ লুট হয়েছে। নতুন গ্যালারি দোকান ভাড়া দেওয়ার সময় মোটা অঙ্কের টাকা বাণিজ্য হয়েছে। এছাড়াও এই দোকানগুলো কার্যনির্বাহীর কয়েক সদস্যের একের অধিক ভাড়া নিয়েছে।’

তিনি আরো জানান, ‘উপশহরে পুকুরের টাকাও আত্মসাৎ করছে এই কমিটি। তার বিগত কমিটিতে দায়িত্বে থাকাকালীন কোন হিসাব দিতেন না অন্য সদস্যদের। যশোর জেলা ক্রীড়া সংস্থার অনিয়ম-দুর্নীতি গোপন করতে এই সাধারণ সভায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সংবাদকর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়নি।’

দীর্ঘদিন পরে যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু ক্রীড়া সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যশোরের ক্রীড়া সংবাদিকদের মধ্যে।
যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির বলেন, ‘আজকে সাধারণ সভায় বিগত এক বছরে কর্মকান্ড ও আয় ব্যয়ের হিসাব দেয়া হবে। যশোর জেলা ক্রীড়া সংস্থায় অনুষ্ঠান আয়োজন করার মতো ভালো জায়গা নেই। এজন্য পিটিআই অডিটোরিয়ামে এজিএমের আয়োজন করা হয়েছে। ক্রীড়া সংস্থার কাউন্সিলর বাদে এখানে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। এজন্য ক্রীড়া সাংবাদিকদের জানানো হয়নি।’

সূত্র – সমাজের কথা

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত