প্রকাশিত : » ১৪ মার্চ ২০২০, সময়: » ৫:১৬ অপরাহ্ণ, পঠিত: » 309 views
আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে, করোনাভাইরাসের হানা থেকে বাঁচতে অত্যধিক গোমূত্র পান করেছিলেন যোগগুরু বাবা রামদেব। এর ফলে অসুস্থ হয়ে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।