আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৪৭

গ্রামবাসী ক্ষীপ্ত হয়ে ইউএনওর উপর হামলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাটাপোল গ্রামে ট্রাক্টরচাপায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গেলে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের ওপর হামলা করেছেন গ্রামবাসী।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। হামলায় ইউএনও এসএম মুনিম লিংকনের মাথা ফেটে যায়। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন জীবননগর থানার ওসি মো. সাইফুল ইসলাম।

জানা গেছে, প্রতিদিনই ওই গ্রাম থেকে মাটি কেটে ট্রাক্টরে করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হত। মাটি কাটার ট্রাক্টরে অতিষ্ঠ ছিলেন গ্রামবাসী। এরইমধ্যে মঙ্গলবার সকালে মাটিবোঝাই ট্রাক্টরের চাপায় মাইদুল (৩৪) নামে ব্যক্তি নিহত হন। এতে আরও ক্ষীপ্ত হয়ে ওঠেন গ্রামবাসী।

মঙ্গলবার দুপুরে ইউএনও ঘটনাস্থল পরিদর্শনে গেলে তার ওপর হামলা চালায় গ্রামবাসী। তিনি স্থানীয় এক ব্যক্তির বাসায় আশ্রয় নিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিজ বাসভবনে পৌঁছে দেয়। বর্তমানে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত