আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১০:১৮

গ্রামীণ ব্যাংক নরেন্দ্রপুর যশোর শাখার সদস্য সম্মেলন অনুষ্ঠিত।

যশোর সদর উপজেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চল ক্রিকেট ব্যাটের গ্রাম নরেন্দ্রপুর মিস্ত্রিপাড়ায় গ্রামীণ ব্যাংক নরেন্দ্রপুর যশোর শাখায় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ শাখার ১৬/মঃ কেন্দ্রে আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের মহা ব্যবস্থাপক আনজু আরা বেগম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ ব্যাংক শোষণমূলক ঋণের উচ্চ সুদের বোঝা থেকে সদস্যদের মুক্ত রাখে। বাংলাদেশের ব্যাপক গ্রামীণ দারিদ্র্য হ্রাস করতে গ্রামীণ ব্যাংক কাজ করছে। আমরা ব্যাংকের সুযোগ-সুবিধা গরীব ও দুঃস্থদের মধ্যে সম্প্রসারিত করতে কাজ করছি।
এসময় এ কেন্দ্রের সদস্যরা প্রধান অতিথিকে স্মৃতি স্বরুপ নিজেদের তৈরি ক্রিকেট ব্যাট উপহার দেন। প্রধান অতিথি এ অঞ্চলে আর্থ-সামাজিক উন্নয়নে ক্রিকেট ব্যাটের ভূমিকা নিয়ে সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং এ শিল্পে গ্রামীণ ব্যাংক বিশেষ ভূমিকা রাখবে বলে আস্বস্ত করেন।
গ্রামীণ ব্যাংক নরেন্দ্রপুর যশোর শাখার এরিয়া ম্যানেজার মিহির কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংক নরেন্দ্রপুর যশোর শাখা ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন আহম্মেদ।
এসময় বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক যশোর জোনের জোনাল ম্যানেজার আবুল কালাম আজাদ, জোনাল অডিট অফিসার মাকছুদা আক্তার।
আরও উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার মোকাব্বের হোসেন, গ্রামীণ ব্যাংক নরেন্দ্রপুর যশোর শাখা সহকারী ব্যবস্থাপক অলোক কুমার সেনসহ অন্যান্য অফিসারবৃন্দ।
অনুষ্ঠানের শেষে সদস্যদের মাঝে উপহার হিসেবে বৃক্ষ বিতরণ করেন গ্রামীণ ব্যাংক মহা ব্যবস্থাপক আনজু আরা বেগম।

ক্যাপশন: গ্রামীণ ব্যাংক নরেন্দ্রপুর যশোর শাখার ১৬/মঃ কেন্দ্রে আয়োজিত সদস্য সম্মেলনে বৃক্ষ বিতরণ করছেন প্রধান অতিথি গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের মহা ব্যবস্থাপক আনজু আরা বেগম

আরো সংবাদ