আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১২:১১

ঘোষণার ৫ ঘন্টার মধ্যে খুলনা মহানগর মহিলা দলের কমিটি স্থগিত

খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি স্থগিত করা হয়েছে। শনিবার বিকাল ৫ টার দিকে খুলনা মহানগর মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। রাতেই তা স্থপিত করা হয়। শনিবার রাত দশটার দিকে মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিতের কথা জানানো হয়।
এর আগে, কেন্দ্র থেকে,সৈয়দা রেহানা ঈসাকে সভাপতি করে মহিলা দল খুলনা মহানগর শাখার ১৯১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি করা হয়। কমিটির সাধারণ সম্পাদক করা হয় আনজিরা খাতুনকে।
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আজ ৩০ অক্টোবর প্রকাশের জন্য রাজশাহী মহানগর, খুলনা মহানগর এবং নাটোর জেলা শাখার জাতীয়তাবাদী মহিলা দলের তিনটি পূর্ণাঙ্গ কমিটি গণমাধ্যমে পাঠানো হয়। এর মধ্যে কেবলমাত্র খুলনা মহানগর কমিটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। উল্লেখ থাকে যে, রাজশাহী মহানগর এবং নাটোর জেলা শাখার জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি বহাল থাকবে।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত