আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:০৬

চট্টগ্রামে জহুর হকার্সে আগুন!

নিউজ ডেক্স: চট্টগ্রামের কতোয়ালী থানাধীন জহুর হকার্স মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় সোয়া তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে প্রায় শতাধিক দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে জহুর হকার্স মার্কেটে আগুন লাগে। তবে স্থানীয়রা বলছেন, পাশের জালালাবাদ মার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, আগুনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সর্বসাকুল্যে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

স্থানীয়রা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১৫টি উউনিট। পরে ভোর পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এ সময় ভবনের দেয়াল ধসে একজন ফায়ার সার্ভিসের কর্মীসহ দুজন আহত হয়েছেন। এ ছাড়া আগুনে পুড়ে গেছে কারখানাসহ শতাধিক দোকান।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আগরাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, মার্কেটের তিনটি লাইনের দোকান পুড়েছে। তবে কতটি দোকান পুড়েছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, রাত ৩টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার বিষয়টি জানতে পারে। পরে আগুন নিয়ন্ত্রণে চারটি ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট কাজ করেছে।

পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সাড়ে ৯টায় আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরো সংবাদ