আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:০২

চট্টগ্রামে রনির মামলা প্রত্যাহার দাবিতে মিছিল, গুলিবিদ্ধ ২

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির মামলা প্রত্যাহারের দাবিতে তার অনুসারীদের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হন দুই জন।

পুলিশ জানায়, বিকেলে মামলা প্রত্যাহারের দাবিতে চকবাজার কাপাসগোলা এলাকায় মিছিল বের করে রনির অনুসারীরা। যুবলীগ নেতা নুর মোস্তাফা টিনুর অনুসারীরা তাদের মিছিলে হামলা করে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

এক পর্যায়ে অতর্কিতে ছোড়া গুলিতে আহত হন দুইজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

আরো সংবাদ