চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজ জিম্মি
ঢাকা অফিস ও জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো
ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমানের একটি ফ্লাইট ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।
শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হয়ে রোববার বিকালে এটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামার পর জিম্মিদশায় পড়ে।
বিকালে আকস্মিকভাবে শাহ আমানতে নিরাপত্তাকর্মীরা বিজি-১৪৭ ফ্লাইটটি ঘিরে ফেললে এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দিলে দেখা দেয় উৎকণ্ঠা।
বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজকে ফোন করা হলে তিনি খানজাহান আলী নিউজ কে বলেন, “বিজি-১৪৭ এখন চট্টগ্রামে আছে।
“আমি অনেক কথাই শুনছি। নিশ্চিত করে কিছু বলতে পারছি না।”
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম নাঈম হাসান খানজাহান আলী নিউজ কে বলেন, “এখন বড় ব্যস্ততার মধ্যে আছি , কথা বলার সময় নেই।”
এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় খানজাহান আলী নিউজের জিজ্ঞাসায় শাহ আমানতে বিমানের স্টেশন ম্যানেজার মাহফুজুল আলম বলেন, “বিমানটি ছিনতাইয়ের শিকার হয়েছে, এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।”
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল খানজাহান আলী নিউজ কে জানান, “যতটুকু জানা গেছে, একজন সন্দেহভাজন পাইলটের মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিল। তবে সব যাত্রী নেমে গেছে। পাইলটও নেমে গেছে।”
তিনি বলেন, “এটা নিশ্চিত যে একজন সন্দেহভাজন বিমানটির ভেতরে এখনও অবস্থান করছে। প্রকৃত ঘটনা কী, তা জানার চেষ্টা করা হচ্ছে।”