ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাশনের বেতুয়া ঘাটে চিংড়ি রেনু পাচারের সংবাদ সংগ্রহের মুহূর্তে ৪ সাংবাদকর্মীর উপর অতর্কিত হামলা করা হয়। আহত সংবাদকর্মীগন জানান, সোমবার (২০ জুলাই) চরফ্যাশনের বেতুয়া ঘাটে চিংড়ি রেনু পাচারের সংবাদ সংগ্রহ কালে রেনু পারের মূল হোহতা লুৎফর দেওয়ানের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালিয়ে মাই টিভি (ভোলা দক্ষিণ) প্রতিনিধি সিরাজ মাসুদ, দক্ষিনের ক্রাইম পত্রিকা প্রতিনিধি জিহাদুল ইসলাম, সিএনএন বাংলা চরফ্যাশন প্রতিনিধি ইলিয়াছ ও কামরুন নাহার শিলাসহ চার সংবাদকর্মীকে আহত করে। এসময় তাদের সাথে থাকা ক্যামেরা,ল্যাপটপ নিয়ে যায় ও মাইক্রোবাস ভাঙচুর করে।
এঘটনায় ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও তদন্ত সাপেক্ষে বিচার দাবী করেন।