আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:২৩

চাঁচড়ায় পিকুলের উদ্যোগে ২৫০ টি কম্বল বিতরণ সম্পন্ন

নিজেস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ১০ নং চাঁচড়া ইউনিয়ন যশোর সদর এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে  কম্বল বিতরণ অনুষ্ঠিত। 
আজ ২৬ ডিসেম্বর বিকেলে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদের চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অঞ্চলের ২৫০ জন দুস্থদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। 
চাঁচড়া ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলীর সঞ্চালনা এবং  যশোর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম-আহবায়ক মোঃ ফিরোজ কবির পিকুল’র সভাপতিত্বে আজকের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম। 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ওয়াজেদ আলী মোড়ল, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ বিশ্বাস। এছাড়াও যশোর সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মতলেব বাবু, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তৌফিক আহমেদ,চাঁচড়া ইউপি সদস্য ও ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সেলিম আহম্মেদ শান্তি, যুগ্ম -সাধারণ সম্পাদক এস কে রাব্বুন আপ্পি, আলম সরদার প্রমুখ।
মোহিত কুমার নাথ বলেন, ” দেশ এগোচ্ছে, একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা একের পর এক অসাধ্য সাধন করে বারবার প্রমাণ করছেন তিনি বিশ্ব মানের নেতা। এদেশের মানুষ আর অসহায়- অনাহারী থাকবেনা। যাদের ঘর নেই জমি নেই সবাইকে ঘর সহ জমি দেবেন আধুনিক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার হাত ধরেই এদেশ এগিয়েছে, এগোচ্ছে এবং এগোবে।”
এসময় বক্তব্যে শাহারুল ইসলাম বলেন, “বিশ্ব মানবতার মা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময় এ দেশের অসহায় মানুষের কথা চিন্তা করেন। যেসব মানুষ অসহায় মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেয় সে সব মানুষ শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। মানুষের সেবা করলেই তাদের অন্তরে জায়গা করে নেওয়া যায়। এর উত্তম প্রতিদান এসব মানুষই একদিন দেবেন।”

আরো সংবাদ