আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:১২

চাঁচড়ায় যুবক কে হত্যা চেস্টা, গণপিটুনি আহত-১

যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের বিজয় মিছিলে ঢুকে সাজ্জাদ হোসেন ওরফে লাদেন (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে জখমের অভিযোগ উঠেছে। ঘটনার সাথে জড়িত যুবক গণপিটুনির শিকার হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের চাঁচড়া মাগুরপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লাদেন সদরের ভাতুড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারী যুবকের পরিচয় শনাক্ত হয়নি। তাকে অজ্ঞাত পরিচয় ব্যক্তি হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় মহিলা মেম্বার নাজমা বেগম জানিয়েছেন, সন্ধ্যায় মোটরসাইকেল প্রতীকের মিছিল চলছিল। এ সময় অজ্ঞাত ওই যুবক কৌশলে মিছিলে ঢুকে লাদেন নামে এক মোটরাসাইকেল প্রতীকের সমর্থককে ছুরিকাঘাত করে। এ সময় অন্যরা বুঝতে পেরে হামলাকারী যুবককে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। অজ্ঞান থাকার কারণে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত দুই জনের অবস্থা গুরুতর। তারা পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->