আজ - শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ২:৪২

চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম রেজার ব্যতিক্রমী উদ্যোগ।

চাঁচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামিম রেজার উদ্যোগে চাঁচড়া ইউনিয়নের ২০২২ সালের জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে সন্মাননা সনদ,ক্রেস্ট, বঙ্গবন্ধুর আত্মজিবনী প্রদান অনুষ্ঠান যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।
আজ সকালে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের উদ্যোক্তা যশোর চাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম রেজার উদ্যোগে অনুষ্ঠিত হয়।চাঁচড়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান শামিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার দাস,বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সদর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম,আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খাইরুজ্জামান রয়েল,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াজেদ আলী মোড়ল,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মান্নান ভূইয়া,আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক ফুল,আনোয়ারুল কবির আনু,ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক গণেরা,চাঁচড়া ইউনিয়নের সকল স্কুল,প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার প্রধান শিক্ষক গনেরা।
প্রধান অতিথী উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার দাস বলেন,চেয়ারম্যান শামিম রেজার এই ব্যতিক্রমী উদ্যোগে নতুন প্রজন্ম আরো উৎসাহিত হয়ে বাংলাদেশের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।তিনি আরো বলেন যশোর সদর উপজেলায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সন্মাননা প্রদান অনুষ্ঠান এই প্রথম আমি এই ব্যতিক্রমী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
জিপিএ -৫ প্রাপ্র ৭৮ জন ছাত্রছাত্রীদের সন্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে চেয়ারম্যান শামিম রেজা বলেন, সন্মাননা প্রদান অনুষ্ঠান শুরু হলো আগামীতে প্রত্যেক বছর কৃতি শিক্ষার্থীদের সন্মাননা প্রদান করা হবে।
জিপিএ ৫ প্রাপ্ত ৭৮ জন ছাত্র ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর আত্মজিবনী বই,ডায়রি,কলম,সন্মাননা ক্রেট ও সন্মাননা সনদ প্রদান করা হয়।

আরো সংবাদ