আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৫৯

চাঁচড়া আনারস প্রতীকের অফিস ভাংচুর করে পোস্টারে আগুন ও কর্মীদের হুমকির অভিযোগে মানববন্ধন

চাঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, নির্বাচনী অফিস ভাংচুর, পোস্টারে অগ্নিসংযোগ ও হুমকির অভিযোগ এনে মানববন্ধন করেছেন আনারস প্রতীকের কর্মী-সমর্থকরা। রোববার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনকালে তারা এ অভিযোগ তুলে ধরেন। এর আগে আনারস প্রতীকের প্রার্থী শামীম রেজা সংবাদ সম্মেলন করতে গেলে পুলিশি বাঁধায় তা ভেস্তে যায়। পরে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে প্রতিপক্ষদের ভরাডুবি হবে বুঝতে পেরে পোষ্য ক্যাডার বাহিনী দিয়ে আনারস প্রতীকের নেতাকর্মী ও ভোটারদের বাড়িতে বাড়িতে হুমকি প্রদান করছে। গত ২৪ ডিসেম্বর ভাতুড়িয়া বাজারে আনারস প্রতীকের কর্মীসভায় জিহাদ নামে এক কর্মীকে ছুরিকাঘাত করে সন্ত্রাসী বাহিনী। শনিবার অস্ত্রধারী লোকজন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ছোট মেঘলা, বড় মেঘলা, তপসীডাঙ্গা, মাহিদিয়া, বাগেরহাট, গোয়ালদাহ, সাড়াপোল, ভাতুড়িয়া, চাঁচড়া, বেড়বাড়ীসহ অধিকাংশ গ্রামের মোড়ে মোড়ে আনারস প্রতীকের পোস্টারে অগ্নিসংযোগ ও কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন চেয়ারম্যানপ্রার্থী শামীম রেজা।

এছাড়া, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল, ভাতুড়িয়া বাজারে নিহত ইমরোজের পিতা নূর ইসলাম, কবিরুজ্জামান কাজলসহ অনেকের হত্যার হুমকি দেয়। বেড়বাড়ি গ্রামে আনারস প্রতীকের নির্বাচনী অফিসে হামলা ও কর্মী মোজ্জাম্মেল হোসেনকে লোহার রড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তিনি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনালের হাসপাতালে ভর্তি আছে।

বর্তমান চাঁচড়া ইউনিয়নে ভোটের পরিবেশ নেই দাবি করেন শামীম রেজা। তিনি শান্তিপূর্ণ পরিবেশ দাবি করেছেন প্রশাসনের কাছে। মানববন্ধনে আরও বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোড়ল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূঁইয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আনোয়ারুল করিম, যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন বাবু, ছাত্রলীগের সাবেক নেতা আশরাফুল ইসলাম রিপন প্রমুখ।

আরো সংবাদ