আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:২৮

চাঁদপুরে পিকআপ-সিএনজির সংঘর্ষে নিহত ২

জেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষেরহাট মিয়ারবজার এলাকায় আজ সকাল সাড়ে ৯টায় পিকআপ-সিএনজির সংঘর্ষে প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় ফাতেমা আলম নামের এক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং আব্দুল্লাহ নামক এক যুবক হাসপাতালে নেবার পরে মৃত্যুবরণ করে।
নিহত দুজন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। নিহত ফাতেমার বাবার নাম মাহবুবুল আলম। আরেকজন আব্দুল্লাহর বাবার নাম হোসেন পাটোয়ারী।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।
নিহত ফাতেমা আলম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য হাজীগঞ্জ থেকে সিএনজি করে চাঁদপুর আলআমিন স্কুল এন্ড কলেজে আসছিল।পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। চাঁদপুর মডেল থানার এসআই মোতালেব এবং কবির হোসেন ঘটনাস্থলে গিয়ে ফাতেমার মৃতদের উদ্ধার করে মর্গে পাঠায় এবং আব্দুল্লাহকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে পাঠানোর পরে মৃত্যুবরণ করে।
পিকআপ এবং সিএনজিকে জব্দ করে চাঁদপুর মডেল থানায় নিয়ে যায়।
এদিকে পিকআপ এবং সিএনজির চালক দুজন দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।
এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত