আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৪:৩৯

চাকরির নিশ্চয়তা আর ন্যায্য মজুরির দাবিতে যশোরে হরিজনদের বিক্ষোভ

 যখন-তখন শ্রমিক ছাঁটাই বন্ধ, দৈনিক মজুরি সাড়ে ৪০০ টাকা প্রদান ও কোটা অনুযায়ী হরিজনদের চাকরি নিশ্চয়তার দাবিতে  যশোর বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে হরিজনরা।

আজ রবিবার বিকেলে পৌরসভা শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে এই বিক্ষোভ করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের লালদীঘি পাড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিত্রা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা করেন হরিজনরা।

পথসভায় যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিলাল হরিজন, সাধারণ সম্পাদক কমল বিশ্বাস, সহ-সভাপতি মন্টু হরিজন, সংগ্রাম কমিটির আহ্বায়ক সাজেন ডোম প্রমুখ বক্তব্য রাখেন।

পথসভায় হরিজনদের দাবির সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস ও সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহাদ আলী লস্কর।

পথসভাটি পরিচালনা করেন সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক হিরন লাল সরকার।

বক্তারা বলেন, হরিজনরা দীর্ঘদিন ধরে শ্রম আইনের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে।  দৈনিক মজুরি সাড়ে ৪০০ টাকা প্রদানের নির্দেশনা থাকলেও তাদরে বঞ্চিত করা হচ্ছে।  যশোর পৌরসভায় আগে কখনো ২২ টাকা, কখনো ৩৩ টাকা, কখনো ৩৮ টাকা দৈনিক হাজিরা দেয়া হয়েছে। এখন দেয়া হচ্ছে ৫০ টাকা থেকে ১০০ টাকা হারে। তবে বর্তমানে প্রতি পরিবারের একাধিক সদস্যকে চাকুরি থেকে ছাঁটাইয়ের পাঁয়তারা চলছে। পৌরসভা কর্তৃপক্ষ অহরিজনদের পরিচ্ছন্নতা পেশায় নিয়োগ দানেরও পাঁয়তারা করছে। এই পায়তারা মেনে নেয়া হবে না।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত