আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৯ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার,গ্রেফতার ৬
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।আসামী মটর সাইকেল চোর চক্রের সদস্য রাসেল ও সোহেল কে ১৪ মে সকাল ৬.১০ মিনিটের সময় আলমডাঙ্গা থানাধীন সাদা ব্রীজ এলাকার দক্ষিণ পার্শ্বে আলমডাঙ্গা পশুহাটগামী পাকা রাস্তার উপর পাকা ঘাটের সামনে থেকে
১টি লাল রংয়ের ১৫০ সিসি Bajaj PULASR,১টি লাল কালো রংয়ের ১১০ সিসি TVS Metro plus, ১টি লাল কালো রংয়ের ১০০ সিসি রেজিঃ বিহীন RUNNER-F-100-6A
১টি লাল রংয়ের ১০০ সিসির Hero Honda Splender +, ১টি নীল রংয়ের ১৫০ সিসির TVS RTR ও ১টি কালো সাদা রংয়ের ১০০ সিসির TVS Metro
মোটর সাইকেল সহ হাতেনাতে আটক করা হয়।চোর চক্রের সদস্য মোঃ আব্বাস উদ্দিনের দেওয়া তথ্য মতে আসামী জমির আলীকে একই তারিখ রাত আনুমানিক ১১.৫০ মিনিটে তার নিজ বাড়ী হইতে
১টি লাল রংয়ের ১০০ সিসির Hero Honda Splender+,
সহ আসামী মোঃ জাহিদুল ইসলাম কে রাত ১.৩৫ মিনিটে তার নিজ বাড়ী হইতে।
১টি লাল কালো রংয়ের ১২৫ সিসি Bajaj Discover
মোটরসাইকেল এবং ১৫মে ২.০৫ মিনিটের সময় আসামী মোঃ মারুফ হোসেনের বাড়ী হইতে
১টি লাল কালো রংয়ের ১৫০ সিসির Bajaj Discover
চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ হাতেনাতে আটক করে আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে তারা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ সহ বিভিন্ন এলাকা হইতে মোটরসাইকেল চুরি করে নিয়ে এসে নিজেদের হেফাজতে রাখে এবং সময় সুযোগ বুঝে বিক্রয় করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।