আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৫৮

চুয়াডাঙ্গা বিজিবির অভিযান ৪ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার।

চুয়াডাঙ্গা জেলার জীবননগরের উথলী থেকে চার কোটি টাকার মাদকদ্রব্য (এলএসডি) উদ্ধার করেছে বিজিবি। শনিবার (১৭ আগস্ট) রাত ৮টায় মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় মাদকদ্রব্য লাইসারজিক অ্যাসিড ডাইথাইলামাইড (এলএসডি) পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অন্তর্ভুক্ত ক্যাম্পের পাশে নজরদারি বাড়ানো হয়।

এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলে দুই চোরাকারবারি উথুলি হয়ে দর্শনা-চুয়াডাঙ্গা অভিমুখে যাওয়ার পথে মোটরসাইকেলটিকে গতিরোধ করার চেষ্টা করে বিজিবি সদস্যরা। চোরাকারবারিরা মোটরসাইকেলটি রাস্তায় ফেলে মাঠের ভেতরে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে বিশেষ কায়দায় লোকানো ১শ মিলিগ্রামের চারটি বোতল (এলএসডি) উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ১৬ লাখ ৭২ হাজার টাকা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->