আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:০১

চুড়ামনকাটির বুড়ি ভৈরব থেকে এক কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার

চুড়ামনকাটির বুড়ি ভৈরব থেকে এক কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বাগডাঙ্গা গ্রামের কাঠ ব্যবসায়ী গোলাম মোস্তফা সর্দ্দার করা লাশ উদ্ধার হয়।নিহত মোস্তফা বাগডাঙ্গা সরদার পাড়ার পাচু মন্ডলের ছেলে। এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ কামরুজ্জামান জামান, ১১ টারপর তাদের কাছে খবর আসে। ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।তবে প্রাথমিক ভাবে হত্যা করে লাশ পানিতে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করছেন তারা।এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বর সিরাজুল ইসলাম বলেন, এলাকায় মোস্তফার সাথে তেমন কারো দ্বন্দ ছিলো বলে তার জানানেই। গতকাল বিকেলে মোস্তফা বাড়ি থেকে বের হয়।রাত ১০ টার পর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজা খুজি শুরু করে। রোববার সকালে তার লাশ উদ্ধার হয়। মোস্তাফার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন বলে জানান সিরাজুল।

আরো সংবাদ