আজ - শুক্রবার, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৩:১৩

চুড়ামনকাঠির ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

আজ বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠির বিজয়নগর সেতুর নিচ থেকে বিশ্বনাথ (৩৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।

 

নিহত বিশ্বনাথ চুড়ামনকাঠি রেললাইনের পাশে দাশপাড়া আশ্রয়ণ প্রকল্পে থাকেন। তার বাবার নাম কার্তিক ওরফে গোশাই।

নিহতের বন্ধু ও একই প্রকল্পের বাসিন্দা অপর রিকশাচালক নিশান বলেন, বিশ্বনাথ আর আমি একসাথে রিকশা চালাই। বিশ্বনাথের স্ত্রীর সাথে ঝামেলা চলছিলো। গতকাল মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন, তারপর আর বাড়ি ফেরেননি। আজ সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে।

এলাকাবাসী জানান, প্রায়ই সময় এই লোকটি (বিশ্বনাথ) আনমনে এখানে বসে থাকতো। কারোর সাথে কোনো কথা বলতো না।

এ বিষয়ে ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের আইসি উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে পানি থেকে ওপরে তোলা হয়েছে। লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরো বলেন, অনেকে অনেক কথা বলছে। ময়নাতদন্তের পর রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে শোনা যাচ্ছে বিশ্বনাথ মৃগী রোগী ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত