আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:২৬

চুয়াডাঙ্গায় আগুনে পুড়লো বসতঘর, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রঘুনাতপুর গ্রামের স্কুল পাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুইটি বসতঘর।

সোমবার (৪ এপ্রিল) রাত ১২টার দিকে গ্রামের আকমান আলির বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে। এতে তার পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কেউ শত্রুতা করে বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয়ার হয়েছে বলে থানায় ডায়েরি করেছেন তিনি।

আকমান আলির স্ত্রী আম্বিয়া খাতুন জানান, ২০ দিন আগে একই গ্রামে তার মা মারা যাওয়ায় তারা সকলেই মায়ের বাড়িতে থাকতো। এরই মাঝে বাড়িতে কেউ না থাকায় সোমবার রাত ১২টার দিকে তাদের টিনের ছাউনি ও টিনের বেড়া দেয়া দুইটি ঘরে আগুন লাগে। এতে তাদের ঘরে থাকা নগদ ২১ হাজার টাকা, ফ্রীজ, টিভি, গ্যাস সিলিন্ডারসহ ঘরের সকল আসবাবপত্রসহ সকল মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে তাদের পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

তবে ধারণা করা হচ্ছে, শত্রুতাবশত কেউ তাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। এর ১৫ দিন আগে তাদের একই ঘরে আগুন লাগে এতে তেমন কোনো ক্ষতি না হলেও তোষকে সামান্য অংশ পুড়ে যায়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি ডায়েরী করা হয়েছে।

আরো সংবাদ