আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১:২২

চেয়ারম্যান আনিছুর রহমানের উদ্যোগে সেমাই চিনির সাথে মুরগি পেলো ইমাম-মুয়াজ্জিন

নিজেস্ব প্রতিবেদক ।। ঈদ সামনে রেখে দেয়াড়ায় সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনের ‘ঈদ উপহার’ হিসেবে ব্যক্তি উদ্যোগে ৭৫ টি মসজিদের ১৫০ জন ইমাম,মোয়াজ্জিন ও খতিবকেকে ঈদুল ফিতর উপলক্ষে মুরগী ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান।

আনিছুর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে আরও বেশি মানুষের কাছে সরকার সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। ৫০ লাখ পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। দেশের কওমি মাদরাসাগুলোতে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনের জন্যও সহায়তার ব্যবস্থা করছে সরকার।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইতিমধ্যে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের পরিবারের জন্য নগদ অর্থ সহায়তা বিতরণের কার্যক্রম উদ্বোধন করে সকল পর্যায়ের নেতৃবৃন্দকে মানুষের পাশে থাকার আহবান জানিয়েছেন। আমার ইউনিয়নে করোকালীন কর্মহীন হতদরিদ্র মানুষের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। মসজিদের ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব যারা পালন করেন, তাদের পরিবার নিয়ে ঈদের একটি দিন আনন্দে কাটাতে পারে তাই ব্যাক্তিগতভাবে তাদের সামান্যই সহযোগিতা করেছি।

বৃহস্পতিবার (১৩ মে) বেলা সাড়ে ১১ টায় দেয়াড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন ব্যাপি সকল মসজিদের ঈমাম ও মোয়াজ্জিন গণের সাথে শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার সামগ্রী হিসেবে প্রত্যেককে একটি মুরগী, চাল, চিনি, সেমাই ও প্যাকেট দুধ বিতরণ করেন তিনি।

দেয়াড়া ইউপি সচিব আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুনসুর আলী।

এসময় উপস্থিত ছিলেন, দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, যশোর সদর উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, যশোর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক তোরাব আলী, ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মাওলানা হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ আবদুল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য গোলাম মোস্তফা, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা লেন্টু, ইউপি সদস্য সেলিম হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউপি সদস্য ইউনুস আলী, ইউপি সদস্য নাসির উদ্দিন, আব্দুল ওহাব, আমিন উদ্দীন, যুবলীগ নেতা টিপু সুলতান দিপু, শহীদুল ইসলাম খোকন, রেজাউল ইসলাম, ছাত্রলীগের আহবায়ক আরিফুল ইসলাম মানিক, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা মাহিন আরিফ, জাহিদ হাসানসহ ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত