আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১:৩৩

চোরের ১০ দিন গেরেস্তোর ১ দিন! বাঘার পাড়ায় গণ পিটুনিতে চোর নিহত।

স্টাফ রিপোর্টার ঃ বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের কেস্টপুর রামপুর গ্রামে গণপিটুনি তে এক অজ্ঞাত চোর (৪০) নিহত হয়েছে। আজ ভোররাতে এ ঘটনা ঘটে।

বেশ কয়েকদিন যাবৎ এলাকায় চোরের উপদ্রব হটাৎ বেঁড়ে যায়। একমাসে প্রায় ৩০ টি গরু চুরি করছে বন্দবিলার ইউনিয়ন থেকে।কেস্টপুরের মোস্তফার ৫ টি, সেকেন্দারপুরের নজরুলের-২টি, নজরুলের আপন ভাই কুদ্দুসের ২টি গরু, সাদিপুর গ্রামের চন্দ্র নাথের ৩টি গরু, তেলধান্যপুড় গ্রামের আলিমের ৫টি,পুলেরহাটের নিমতা গ্রামের নারায়নের ৫ টি গরু, গাইদঘাট গ্রামের বাবুর ৩টি গরু, নিমতা গ্রামের ছাত্তারের ১টি গরু।

ইউপি চেয়্যারম্যান সবদুল মিয়া জানান, আজ ভোর ৪ টায় পাচ ছয় জনের একটি চোরের দল ট্রাক নিয়ে পুলেরহাটের নিমতে গ্রামের নূর ইসলাম ও জামিরের গরুর গোয়ালে হানা দেয় নূর ইসলাম টের পেয়ে নিমতে মসজিদের মাইকে চোরের দলের গরু খবর প্রচার করলে গ্রামের প্রায় হাজার খানেক মানুষ চারটি গরু সহ তাদের ধাওয়া দিলে ধরা পড়ে ১ জন, পরে গণপপিটুনিতে মারা যান তিনি। বাকীরা গরু ফেলে ট্রাক নিয়ে পালিয়ে যায়। নিহতের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সকাল ১১ টায় খাজুরা পুলিশ ক্যাম্প ও বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

আরো সংবাদ