আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৬:২২

চৌগাছায় ধান ক্ষেতে কৃষকের লাশ

যশোরের চৌগাছায় পিকুল হোসেন (৩০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার দক্ষিণ কয়েরপাড়া গ্রামের মাঠের ধানের জমি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ পঠানো হয়েছে। নিহত পিকুল ঐ গ্রামের সাখাওয়াতের ছেলে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, পিকুল জমির ধান কাটতে রোববার সকালে বাড়ি থেকে বের হয়। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। দিন গড়িয়ে সন্ধ্যা হওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। একপর্যায়ে তারা বাড়ির পাশের মাঠের ধান ক্ষেতের মধ্যে তার লাশ দেখতে পায়। এরপর স্থানীয়রা খবর দিলে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরো বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এছাড়া এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আরো সংবাদ