আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৩৭

ছাত্রদের সঙ্গে সংঘর্ষের পর ভাঙা হলো মসজিদের রান্নাঘর

কয়েক দফা সংঘর্ষের পর রাজধানীর তাজমহল রোডে পার্ক মাঠের মধ্যে গড়ে ওঠা জামিয়া বায়তুল আমান মিনার মসজিদের রান্না ঘর উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

রোববার (১ সেপ্টেম্বর) বেলা এগারোটা নাগাদ পার্কের এক কোনা দখল করে থাকা মাদ্রাসার রান্নাঘরটি উচ্ছেদে গেলে বাধা দেয় এর ছাত্ররা, এসময় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় তারা। স্থানীয়দের সাথে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রান্নাঘরটি ভেঙ্গে দেয়া হয়।

সিটি করপোরেশন বলছে গত এক বছর ধরে কয়েক দফা নোটিশ ও আলোচনার পরেও মাদ্রাসা কর্তৃপক্ষ জয়গাটি অবৈধভাবে দখল করে আছে, শেষে বাধ্য হয়েই এই অভিযানে নেমেছেন তারা। অন্যদিকে কোন নোটিশ ছাড়াই এ উচ্ছেদ, অভিযোগ শিক্ষার্থীদের। তবে এসময় মসজিদ কমিটির কাউকে দেখা যায়নি।

আরো সংবাদ