আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:১২

ছাত্রলীগের পদ প্রত্যাশীদের লিখিত পরীক্ষা গ্রহণ!

রংপুরের কাউনিয়া উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটিতে আসার জন্য পদপ্রত্যাশীদের এবার লিখিত পরীক্ষা দিতে হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় কলেজ মাঠে শুরু হয় কর্মিসভা।

কর্মিসভা শেষে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত গ্রহণের পর ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে করা প্রশ্নে লিখিত পরীক্ষা দেন পদপ্রত্যাশীরা। ৩০ মিনিটে ৫০ নম্বরের এ পরীক্ষায় নেন অংশ গ্রহণ করেন প্রায় ৪১ জন পদপ্রত্যাশী।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চাপল বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে এটি প্রথম উপজেলা ও কলেজে সাংগঠনিক সম্মেলন। ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন। কাজেই শুধু কাউনিয়া নয়, জেলার সব ইউনিটে আমরা এভাবে পরীক্ষা নিয়ে নেতৃত্ব বাছাই করব।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত