আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ২:৫৫

ছাত্রলীগের সেক্রেটারি পল্লব,উপশহরে গৃহবধূকে গুলি করা মামলায় আটক।

যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে (৩৫) যশোরের উপশহরে গুলিতে গৃহবধূ জখমের ঘটনায় দায়ের করা মামলায় আটক দেখানো হয়েছে। পল্লব শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা এবং জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের ছেলে। তাকে এই মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে আটক দেখানো হয়।

কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, গত ১৩ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে উপশহর ১১৫ বি ব্লক এলাকার বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের নেতা সাজ্জাদ হোসেন রুপমকে (৩০) লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জানালার গ্লাস ভেদ করে তা রুপমের মা নার্গিস আক্তারের পেটে লাগে। এতে তিনি জখম হন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় সাজ্জাদ হোসেন রুপম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬ জনের নামে কোতয়ালি থানায় মামলা করেন।
আসামিরা হলো, শহরতলীর বিরামপুর ভাটপাড়ার নজরুল ইসলামের ছেলে মামুন (৩০), উপশহর ডি ব্লকের ১২০ নম্বর বাড়ির মনির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান টমাস (৩২), উপশহর সি ব্লকের মঞ্জুর আলমের ছেলে সৈয়দ মুনসুর আলম (৪৭) এবং ২৬৫ সি ব্লকের আতাউর রহমানের ছেলে ইউপি মেম্বার খান আরিফুজ্জামান সবুজ (৩২)।
ওসি আব্দুর রাজ্জাক আরও জানিয়েছেন, এই ঘটনায় এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি। সকলে আত্মগোপন করে আছে। তবে এই মামলার সন্দেহভাজন আসামি হিসাবে পল্লবের নাম উঠে এসেছে। গত শুক্রবার পল্লব বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। সে সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। পল্লবকে এই মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে গতকাল যশোর জেনারেল হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে নার্গিস আক্তারের শরীর থেকে বিদ্ধটি গুলিটি উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, ঘটনার দিন ওই বাড়ি থেকে যে গুলির খোসা উদ্ধার করা হয়েছিল তা ছিল ৭ দশমিক ৬৫ বোর পিস্তলের গুলি। অস্ত্রপচারের পর চিকিৎসকরা যে গুলিটি উদ্ধার বের করেছেন তাও পিস্তলের। কিন্ত একটু চ্যাপ্টা হয়ে যাওয়ায় তার ধরন সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তা সিআইডিতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত