বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন মোরেলগঞ্জ থানার ওসিসহ তিন পুলিশ। ওই নেতার নাম মীর বনি আমীন (২৮)।
বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে বানিয়াখালী গ্রামের হারুন অর রশীদের বাড়ি থেকে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ।
আটক মীর বনি আমীন শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামের হারুন অর রশিদের ছেলে। পুলিশ জানায়, সে রাজধানীর মীরপুর থানা ছাত্রলীগের সভাপতি। এখানে আত্মগোপনে ছিলেন, তার কাছে অনেক লোকজন যাওয়া আসা করতেন।
আহতরা হচ্ছেন- মোরেলগঞ্জ থানার ওসি রাকিবুল হাসান, ওসির দেহরক্ষী কনস্টেবল শাহীন খান ও এএসআই রবিউল ইসলাম। আহতরা মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মোরেলগঞ্জ থানার ওসি রাকিবুল হাসান বলেন, ছাত্রলীগ নেতা মীর বনি আমীন হারুন অর রশীদের বাড়ির ছাদে আত্মগোপনে ছিলেন। তাকে আটকের জন্য আমরা অভিযানে যাই। কিছু বুঝে ওঠার আগেই একদল লোক আমাদের ওপর হামলা চালায়। এতে আমি ও আমার দুই সহকর্মী আহত হই। পরে আমরা ছাত্রলীগ নেতা মীর বনি আমিনকে আটক করতে সক্ষম হই।
তিনি বলেন, এ ঘটনায় আটক মীর বনি আমিনসহ কয়েক জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। আটক মীর বনি আমিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ হামলায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।