আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:২৭

ছুরি আতংকে আরবপুরবাসী আজও ১ জন আহত।

 

যশোরে মাদক ব্যবসায়ীক দন্ধে হত্যা মামলার আসামি,যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদের মেয়ে জামায়, পিচ্চি বাবুর ছুরিকাঘাতে শাহিন হোসেন ওরফে শিয়েল শাহিন (৩৩) আহত হয়েছেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বালিয়া ভেকুটিয়ার মনির টেইলার্সের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত শাহিন জানায়, বাবু আমাকে সোমবার রাত ১ টার দিকে হঠাৎ ফোন করে হত্যার হুমকি দেয়। আমি দুপুরে আমার বাড়ির সামনে দাড়িয়ে ছিলাম,হঠাৎ বাবু ও সাগর নামে দুই যুবক মোটরসাইকেলে এসে আমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে।পিচ্চি বাবু আটক জানতে পারে শ্বশুর শহিদুজ্জামান শহিদ ও তার দ্বিতীয় স্ত্রী, শহীদুজ্জামান শহীদ ও তার স্ত্রী সহ শহিদের ক্যাডাররা এসে জোর পুর্বক তাদের ছাড়িয়ে নিয়ে যায়।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার এসআই জয় বালা জানায়, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ছুরি উদ্ধার করেছি। আসামি পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

আরো সংবাদ