আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:২৮

জগন্নাথের শিক্ষার্থীরা নগদের মাধ্যমে ফি দেবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোনে সব ধরনের ফি পরিশোধের ব্যবস্থা করা হয়েছে।

উপাচার্যের সভাকক্ষে বৃহস্পতিবার ডাক বিভাগের মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়টি চুক্তি করেছে।

এ চুক্তির আওতায় বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ‘নগদ’-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বেতন, পরীক্ষার ফিসহ অন্যান্য পরিশোধযোগ্য ফি দিতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ এবং নগদ লিমিটেডের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তিতে সাক্ষী হিসেবে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. কাজী নাসির উদ্দিন এবং নগদের এজিএম অ্যান্ড হেড অফ ইউটিলিটি অ্যান্ড এডুকেশন পেমেন্ট সোহেল এস. তাসনিম, সিনিয়র এক্সিকিউটিভ সাদ আজাদ স্বাক্ষর করেন।

আরো সংবাদ