আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:১৪

জন্মশতবর্ষের ক্ষণগণনার অপেক্ষা- উদ্বোধন বিকেল ৫ টায়।

ন্যাশনাল ডেস্ক।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হচ্ছে আজ। বিকেল ৫টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে কেন্দ্রীয়ভাবে ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৭২ সালের ১০ জানুয়ারি তেজগাঁও বিমানবন্দরেই অবতরণ করে জাতির অবিসংবাদিত নেতাকে বহনকারী উড়োজাহাজ। তাই এ দিনকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগননার সূচনা মুহূর্ত হিসেবে বেছে নেয়া হয়েছে।

আরও পড়ুন : বাগেরহাট-৪ আসনের এমপি মোজাম্মেল হোসেন আর নেই।

ঢাকার মতো সারাদেশে একযোগে শুরু হবে ক্ষণগণনা। আর সেজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৯২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। সে হিসেবে বঙ্গবন্ধুর জন্মের শতবর্ষ পূরণ হচ্ছে এ বছরের ১৭ মার্চ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত