আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৩৮

জন্মশতবর্ষে শাহারুল ইসলামের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন – চশমা বিতরণ।

স্টাফ রিপোর্টার।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বয়স্কদের মাঝে বিনা মূল্য চশমা বিতরণ করেন ইউনিয়নটির চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম।

গতকাল (১৭ই মার্চ) মঙ্গলবার ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয় এবং দুস্থদের ফ্রী চিকিৎসা সেবা ও চক্ষু পরিক্ষা করানো হয়।

আজ (১৮ই মার্চ) ইউনিয়ন পরিষদে গতকাল যাদের চক্ষু পরিক্ষা করানো হয়েছিলো তাঁদের চশমা বিতরণ করা হয়েছে।

মুজিববর্ষের যাত্রা শুরুর প্রাক্কালে দুদিনব্যাপী আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক শফিউল আরিফ, সিভিল সার্জন শেখ আবু শাহিন, কামরুল আরিফ, গণমাধ্যম ব্যক্তিত্ব মবিনুল ইসলাম মবিন ও মাহবুব আলম লাভলু।

এছাড়াও আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ