আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:২৩

জমিজমা সংক্রান্তের জেরে দেয়াড়া ইউপিতে সংঘর্ষ আহত-৫

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক মহিলাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। আহত সায়েরা বেগম (৪৫) দেয়াড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী ।
বৃহস্পতিবার সন্ধ্যায় দত্তপাড়া এলাকার খোরশেদ আলীর ছেলে মুক্তি(৩৮), শফিয়ার(৪৮), শফিয়ারের ছেলে রকি(২৩) ও মুক্তির বউ রানী(২৬) সায়েরা বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। এসময় ঠেকাতে গেলে সায়েরা বেগমেরে ছেলে মুকুল(২৫), মেয়ে শিলা খাতুন(৪৫) , প্রতিবেশি শাকিল হোসেন(২৪), লুৎফর রহমান(৫৫) হামলার শিকার হন।
সায়েরা বেগম ও শাকিল হোসেন বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। জরুরী বিভাগের চিকিৎসক জানিয়েছে সায়েরা বেগমের অবস্থা গুরুতর তার মাথায় ও নাকে বিশটি সেলাই দেওয়া হয়েছে।

আরো সংবাদ