আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৫৯

জমি নিয়ে বিরোধে পিতা-পুত্রকে কুপিয়ে জখম

 

বন্দরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধ আবুল কালাম (৬৫) ও তার ২ ছেলে সজিব ও রাজিব কে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এসময় তাদের বাড়িঘর ভাংচুর করা হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে দড়িপাড়া মালিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

সজিবের লিখিত অভিযোগ থেকে জানা যায়, দড়িপাড়া এলাকার ইকবাল হোসেন,
আঃ কাদির, মো. শান্তদের সঙ্গে পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে ঐ বিরোধের জের ধরে প্রতিপক্ষরা বৃদ্ধ আবুল কালামের জমি দখল নিতে যায়। সজিব ও তার ভাই রাজিব তাদেরকে বাঁধা দেয়। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে পিতা-পুত্রকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে এবং তাদের বাড়িঘর ভাংচুর করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে প্রতিপক্ষরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত