আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:২২

জমি নিয়ে বিরোধে ৫০০ কলা গাছও এক বিঘা জমির শিম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

 

ঈশ্বরদীতে জমি নিয়ে পূর্ব বিরোধের সুত্র ধরে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিরোধকৃত জমিতে থাকা ফলন্ত ৫শ কলাগাছ ও এক বিঘা জমির শিমের ক্ষেত কেটে নষ্ট করার ঘটনা ঘটেছে। আর বাধা দিতে আসা বাড়ির তিন মহিলাকে প্রহার করে আহত করা হয়েছে।
গতকাল (বুধবার) দুপুরে ঈশ^রদীর মুলাডুলি ইউনিয়নের বেতবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের কৃষক ফারুক হোসেনের ক্ষেতের জমিতে এই হামলা চালানো হয়। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা হলেন ক্ষতিগ্রস্ত কৃষক ফারুকের স্ত্রী মোছাঃ সেলিনা খাতুন (৪৫), ভাইয়ের স্ত্রী সাবিহা খাতুন (৫৫) ও মোছাঃ রুবিয়া খাতুন (৪২)।

কর্তনকৃত শিমের জমির পাশে কৃষানীর আক্ষেপ।

থানায় দায়ের করা অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কৃষক ফারুকের সঙ্গে জমি নিয়ে এলাকার সাবেক মেম্বার আবু বক্কার সরদারের ছেলে মিজানুর রহমান মজনু’র জমি নিয়ে বিরোধ চলছিলো। এই বিষয়ে পাবনা আদালতে মামলা চলমান রয়েছে। এই অবস্থার মধ্যেই এলাকার প্রভাবশালি মিজানুর রহমান মজনু প্রায়ই ফারুকের নিয়ন্ত্রণে থাকা জমি দখলে নেওয়ার চেষ্টা করে আসছিলো।

এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুরে হঠাৎ করেই মিজানুর রহমান মজনু’র নেতৃত্বে তাঁর ভাই ফজলুর রহমান ফজলু (৪০), আজিজুর রহমান আরজু (৩৫), চাচাতো ভাই জাহাঙ্গীর সরদার (৫৫) ও ভাতিজা রাসেল (২৫) সহ অজ্ঞাত নামা ২০/২৫ জন ভাড়াটে সন্ত্রাসী ধারালো রামদা, হাসুয়া ও পিস্তলসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে বিরোধকৃত জমিতে হামলা চালায়। এই সময় হামলাকারীরা আতংক সৃষ্টি করে জমিতে প্রায় ৫ শতাধিক ফলন্ত কলার গাছ ও এক বিঘা জমির শিম ক্ষেতের গাছ কেটে ফেলে।

এই সময় ক্ষতি গ্রস্থ কৃষক ফারুকের স্ত্রীসহ পরিবারের সদস্যরা বাঁধা দিতে আসলে হামলাকারীরা মোছাঃ সেলিনা খাতুন (৪৫), সাবিহা খাতুন (৫৫) ও মোছাঃ রুবিয়া খাতুন (৪২) কে অশ্লীল ভাষায় গালাগালিসহ মারধর করে গলায় রামদা ধরে হত্যার হুমকি দেয়। অবস্থার ভয়াবহতা দেখে পরিবারের পক্ষ থেকে ৯৯৯ এ ফোন দেওয়া হয়।ঈশ্বরদী থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছালে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়।

 

বুধবার বিকালে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পুরো গ্রামটিতে নেমে এসেছে নিরবতা। সবাই আতংকিত। কিছু মানুষ ক্ষয় ক্ষতি নিয়ে করছে আলোচনা ও সমালোচনা করছে। সাংবাদিকদের নিকট দেন হামলার লোমহর্ষক বর্ণনা।

ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ ফারুক হোসেনের স্ত্রী মোছাঃ সেলিনা খাতুন বলেন, আমার স্বামীর সাথে একই এলাকার সাবেক মেম্বার আবু বক্কার সরদারের ছেলে মিজানুর রহমান মজনু’র জমি নিয়ে বিরোধ চলছে। এই জমি নিয়ে আদালতে মামলা চলছে। এরপরও প্রায়ই অন্যায়ভাবে সন্ত্রাসীদের নিয়ে জমি দখলের চেষ্টা করে আসছিলো। ঘটনার সময় আমার স্বামীসহ বাড়ির পুরুষরা বাড়িতে না থাকার সুযোগে মিজানুর রহমান মজনু সন্ত্রাসী বাহিনীদের নিয়ে এসে বাগানের ৫শতাধিক কলা ধরা গাছসহ এক বিঘা জমির শিমের গাছ কেটে ফেলে। এটা দেখে আমরা বাধা দিতে গেলে তারা আমাদের উপর হামলা চালিয়ে প্রহার করে। গলায় ধারালো হাসুয়া ধরে হত্যার হুমকি প্রদানসহ অশ্লীল ভাষায় গালাগালি করে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত