আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১:৫৯

‘জম্মু-কাশ্মীরকে কয়েদখানা বানিয়ে দেওয়া হয়েছে’

নিয়ম ভেঙে জম্মু-কাশ্মীর ভাগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় কংগ্রেসের এমপি অধীর চৌধুরী । মঙ্গলবার (৬ আগস্ট) ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লোকসভায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করার পরে এ নিয়ে তীব্র বিতর্কের সময় অধীর বাবু ওই মন্তব্য করেন।

এ সময় অধীর চৌধুরী বলেন, ‘নিয়ম ভেঙে জম্মু-কাশ্মীর ভাগ করা হচ্ছে। শিমলা চুক্তি ও লাহোর চুক্তি সত্ত্বেও কীভাবে এটা অভ্যন্তরীণ বিষয় হল? ওই দুই চুক্তি দ্বিপক্ষীয় ছিল। জম্মু-কাশ্মীরকে কয়েদখানা বানিয়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কাশ্মীরকে আপনারা অভ্যন্তরীণ বিষয় বলছেন কিন্তু জাতিসংঘ সেখানে পর্যবেক্ষণ করে।’ 

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘কংগ্রেস কী এটাই চায় যে জাতিসংঘ পর্যবেক্ষণ করতে পারে? এ নিয়ে কংগ্রেস তার অবস্থান স্পষ্ট করুক।’

এরপরেই ওই ইস্যুতে সংসদে তীব্র গোলযোগ সৃষ্টি হয়।

উল্লেখ্য সোমবার( ৫ আগস্ট) ভারতের কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্ত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে স্বায়ত্তশাসিত এই রাজ্যটি ভেঙ্গে ‘জম্মু-কাশ্মীর’ এবং ‘লাদাখ’ নামে আলাদা দুটি ‘ইউনিয়ন টেরিটোরি’ বা ‘কেন্দ্রশাসিত অঞ্চল’ গঠনের প্রস্তাবও দেয়া হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত