আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:৩৮

জলবায়ু সম্মেলনে বাইডেন আমন্ত্রণ জানালেন শেখ হাসিনাকে


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ব নেতৃবৃন্দের অংশগ্রহণে আগামী ২২ ও ২৩ এপ্রিল একটি বৈশ্বিক সম্মেলনের আয়োজন করেছেন। এতে অংশ নেয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়েছেন।

হোয়াইট হাউস শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

করোনা মহামারির কারণে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে এ সম্মেলন, যা সরাসরি সম্প্রচার করা হবে। 

২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই প্রথম পদক্ষেপ হিসেবে জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তিকে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনেন জো বাইডেন। এর আগে ডনাল্ড ট্রাম্প এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এর এক সপ্তাহের মধ্যে ২৭ জানুয়ারি বাইডেন জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈশ্বিক সম্মেলন আয়োজনে তার আগ্রহের কথা জানান। ওই সম্মেলনের তারিখ ও আমন্ত্রিত ব্যক্তিদের তালিকা এবার ঘোষণা করা হলো।

চলতি বছরের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে পরবর্তী জলবায়ু পরিবর্তনসংক্রান্ত সম্মেলন (কপ–২৬) অনুষ্ঠিত হবে। এ কারণে বাইডেনের এ সম্মেলনকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

শেখ হাসিনা ছাড়াও সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো, সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নকে।

দক্ষিণ এশিয়ার আরও আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

আরো সংবাদ