আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৯:৪৪

জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু যশোর পৌরসভার মেয়র পদে দলের একক প্রার্থী

যশোর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

সভায় আসন্ন পৌর সভার নির্বাচনে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সভায় পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পৌর আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের মতামতে আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে বর্তমান মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর নাম প্রস্তাব করা হয়।

কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ’র কাছে তিন জনের নাম পাঠানোর নিয়ম থাকায় নেতৃবৃন্দ আরো দুই জনের নাম প্রস্তাব করেন। তার দুই জন হলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু।

এছাড়া আসন্ন পৌরসভার নির্বাচনের আগে পৌর আওয়ামী লীগের দলীয় কর্মকান্ড আরো গতিশীল করতে ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দকে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুর পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যশোর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী খান, সাধারণ সম্পাদক এস এম ইউসুফ শাহিদ, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম বাবলু, সাধারণ সম্পাদক কবিরুল আলম, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান নান্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজেম হোসেন মুকুল, ৯ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি নুর ইসলাম খান রবি, সাধারণ সম্পাদক আজিজুর আলম মিন্টু।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত