আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৩২

জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন চেয়ারম্যান আনিছুর রহমান

মহিউদ্দিন সানি ।। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসকে সামনে রেখে বৃক্ষরোপন করেছে দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান।

আজ ২ আগস্ট (সোমবার) দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ফলদ, বনজ, ভেষজ চারা রোপন করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসুচি গ্রহন করা হয়েছে। শোকের মাস উপলক্ষে স্বাস্থ্য সুরক্ষাবিধি আলোচনাসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। একইসঙ্গে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ‌‌‘মুজিববর্ষ’ উপলক্ষে চলমান বৃক্ষরোপণ কর্মসূচি ও ত্রাণ তৎপরতা অব্যাহত রাখব। তিনি বলেন, আজ বৃক্ষরোপনের মধ্য দিয়ে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধণ করেছি। মাসব্যাপি এই কর্মসূচী অব্যহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুনছুর আলী, ইউপি সচিব আকতারুজ্জামান, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য গোলাম মোস্তফা, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য সেলিম হোসেন, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য উদ্দিন, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য নাছির উদ্দিন, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল ওহাব,৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মুনকির হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য আলেয়া খাতুন, মিনি খাতুন, রেশমা বেগম, বালিয়া ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মইনুল হোসেন লাল্টু, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম মানিক প্রমুখ।

আরো সংবাদ