আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:১১

জাতীয় সংসদের হুইপ স্বপন সড়ক দুর্ঘটনায় আহত

স্টাফ রিপোর্টার।। রাজশাহী থেকে জয়পুরহাট ফেরার পথে নওগাঁর মান্দায় ট্রলির সাথে কারের সংঘর্ষে আহত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ ঘটনায় তার গাড়িতে থাকা বডিগার্ড এএসআই আবুল কামালও আহত হয়েছেন।

সংসদ সদস্য ও বডিগার্ডকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তার গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনার পর ট্রলি চালক রাজুকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে রাজশাহী বিমানবন্দর থেকে নিজ নির্বাচনী এলাকা জায়পুরহাট যাচ্ছিলেন স্বপন। পথিমধ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেরিঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রলি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ধাক্কায় কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, হুইপসহ আহত বডিগার্ড সামান্য আহত হওয়ায় চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় ট্রলি জব্দ ও চালক রাজুকে আটক করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ