আজ - মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:১৩

জায়েদ খান আবারো ‘মৃত’!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এমনিতেই আলোচনায় আছেন জায়েদ খান। এসবের মধ্যেই বিপত্তিতে আছেন নিজের ভেরিফাইড ফেসবুক আইডি নিয়ে। বারবার তার আইডিকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক। সোমবার (২১ ফেব্রুয়ারি) আবারো তার ফেসবুক আইডিকে রিমেম্বারিং দেখাচ্ছে। যার মানে হচ্ছে, জায়েদ খান আর বেঁচে নেই। তাই তার আইডিটিকে স্মরণীয় করে দিয়েছে তারা।

এ নিয়ে তিনবার একই ঘটনা ঘটল এ চিত্রনায়কের সঙ্গে। এরআগে গত ১০ ফেব্রুয়ারি এবং ২১ জানুয়ারিও জায়েদ খানের আইডি রিমেম্বারিং করে দেওয়া হয়।

সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়। কিন্তু জায়েদ খানের ক্ষেত্রে বিষয়টি ঘটেছে উল্টো। তিনি বেঁচে থাকলেও বারবার তাকে ‘মৃত’ ঘোষণা করছে ফেসবুক।

ফেসবুক কর্তৃপক্ষ জায়েদ খানের প্রোফাইলে লিখেছে, আমরা আশা করি, যারা জায়েদ খানকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত