আজ - সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১১:১৪

জীবননগর থানা পুলিশের অভিযানে আন্ত:জেলা ট্রাক চোর সিন্ডিকেটের ২ সদস্য গ্রেফতার।

  1. চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আন্ত:জেলা ট্রাক চোরের ্যদু’সদস্যকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত চোরেরা সম্প্রতি জীবননগর সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক রপৌর কাউন্সিলর জামাল হোসেন খোকনের মিল চাতাল থেকে একটি ট্রাক চুরি করে কুষ্টিয়া দৌলতপুর থানা এলাকায় নিয়ে যায়।এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।ওই মামলায় তারা পলাতক আসামি হিসাবে আত্মগোপনে ছিল।
    জীবননগর সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর জামাল হোসেন খোকন বলেন,আমার বাড়ী সংলগ্ন মিল-চাতালের সামনে আমার একটি ট্রাক সম্প্রতি চোরেরা চুরি করে নিয়ে যায়।পরবর্তীতে ওইদিনই প্রযুক্তির সাহায্যে ট্রাকটির অবস্থান নির্ণয় করে তা পুলিশের সাহায্যে কুষ্টিয়ার দৌলতপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।এ ঘটনায় জড়িতদের ওই সময় নাম ঠিকানা সংগ্রহ করে জীবননগর থানায় একটি মামলা দেয়া হয়। সেই মামলায় জীবননগর থানার সাব-ইন্সপেক্টর এসএম রায়হান ও নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বারো মাইল পশ্চিম বাইশচর গ্রামের তক্কেল মন্ডলের ছেলে আলমগীর হোসেন(৪৫)ও জুমাই পরামানিকের ছেলে টুটুল পরামানিকদেরকে(৩৮)গ্রেফতার করেন।
    জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,গ্রেফতারকৃত আলমগীর হোসেন ও টুটুল পরামানিক একটি সংঘবদ্ধ আন্ত:জেলা ট্রাক চোর সিন্ডিকেটের সদস্য। তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদে গুরুত্বপুর্ণ তথ্য বেরিয়ে আসবে।

আরো সংবাদ