আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৪২

জুতার মধ্যে ৪ কেজি স্বর্ণের বারসহ আটক ২ পাচারকারী

যশোরে পায়ের জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।

শনিবার (২০ মার্চ) দিনগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য নিশ্চিত করে।আটকরা হলেন রাজবাড়ি সদরের হোগলাডাঙ্গি গ্রামের আব্দুল গনি মিজির ছেলে হোসেন মিজি (৩৭) ও বালিয়াকান্দি উপজেলার খালখোলা গ্রামের বাহাদুর মণ্ডলের ছেলে আক্তার হোসেন মণ্ডল (৩০)।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর এলাকায় অভিযান চালানো হয়।এ সময় শরীয়তপুর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ফেম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। ওই বাস থেকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়।তাদের দেহ তল্লাশি করে পায়ের স্যান্ডেলে লুকানো অবস্থায় ৪ কেজি ৫৪০ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।   প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে বিভিন্ন পরিবহনে মাওয়া ফেরিঘাটে নিয়ে এসে তারা শরীয়তপুর টু বেনাপোলগামী ফেম পরিবহন বাসে উঠেছিল।আটক স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত