আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৫৮

জেইউজে’র নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর

সোমবার যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ উপলক্ষে বেলা ১২ টায় প্রেসক্লাব যশোরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে বিদায়ী কমিটি। বক্তারা বলেন, যশোর সাংবাদিক ইউনিয়ন পেশাজীবী সাংবাদিকদের সংগঠন। সকলে মিলে কাজ করলে সংগঠন আরও গতিশীল হবে। সংগঠনকে এগিয়ে নিতে সদস্যদেরকে সকল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রুকুনউদ্দৌলাহ , বিএফইউজের সহসভাপতি (খুলনা বিভাগ) মনোতোষ বসু, সাবেক সভাপতি রিমন খান, নবনির্বাচিত সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক এইচআর তুহিন প্রমুখ। স্বাগত ও সভাপতির বক্তব্য রাখেন জেইউজের বিদায়ী সভাপতি সাজেদ রহমান। অনুষ্ঠান সঞ্চালন করেন বিদায়ী সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, সদস্য গোপীনাথ দাস, নূর ইমাম বাবুল, বিদায়ী কমিটির সহসভাপতি প্রণব কুমার দাস, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর, নির্বাহী সদস্য সফীক সাইদ ও জিয়াউল হক, নবনির্বাচিত  সহসভাপতি প্রদীপ ঘোষ, যুগ্ম সম্পাদক তবিবর রহমান , কোষাধ্যক্ষ স্বপ্না দেবনাথ , নির্বাহী সদস্য ডিএইচ দিলশান ও রিপন হোসেন প্রমুখ। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটি শহরের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ইউনিয়ন কার্যালয়ে সংক্ষিপ্ত সভা করা হয়। নবনির্বাচিত সভাপতি ও  সাধারণ সম্পাদক বলেন, আগামী ১১ জানুয়ারি যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করবেন।

আরো সংবাদ