আজ - রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:২৭

জেলা আওয়ামীলীগের সম্মেলনে বর্ণিল সাজে সেজেছে যশোর।

নিজেস্ব প্রতিবেদক :: আগামীকাল (২৭ নভেম্বর ২০১৯) যশোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে পুরো যশোর জেলা সেজেছে বর্ণিল সাজে। চার বছর পর আগামীকাল যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

যশোর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ব্যানার, ফেষ্টুন ও তোরণে সেজেছে পুরো যশোর শহর। যশোর জেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটি উপজেলার দলীয় নবীন-প্রবীণ নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

এর আগে ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি যশোর জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনকে সভাপতি এবং শাহীন চাকলাদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে ৭১ সদস্য বিশিষ্ট জেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

আগামীকালের সম্মেলনে কে হবে সভাপতি কে হবে সাধারণ সম্পাদক এই নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতিতে সজ্জিত দলীয় কার্যালয়।

আসন্ন সম্মেলনে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন-বর্তমান সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন,আওয়ামী লীগ নেতা খালেদুর রহমান টিটো, সাবেক পৌর মেয়র কামরুজ্জামান চুন্নু, আওয়ামী লীগ নেতা মেজর জেনারেল (অব.) ডা: নাসির উদ্দিন, আব্দুল খালেক, হায়দার গনি খান পলাশ ও মো: গোলাম মোস্তফা।


এছাড়া সাধারণ সম্পাদক পদে-বর্তমান সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার, জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী রায়হান, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, মীর জহুরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর নাম শোনা যাচ্ছে।

আগামীকাল সকাল ১০টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।  যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য।

জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুর রহমান।অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি,শেখ হেলাল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন,পারভীন জামান কল্পনা। সম্মেলনটি সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার।

আমন্ত্রিত অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত থাকবেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা, ইসমত আরা সাদেক এমপি,কাজী নাবিল আহম্মেদ এমপি, মেজর জেনারেল (অব.) ডা: নাসির উদ্দিন এমপি, শেখ আফিল উদ্দিন এমপি, রনজিৎ কুমার রায় এমপি।

ইতিমধ্যেই শহরের মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে প্রয়াত নেতাদের নামে তোরণ। সম্মেলন সুষ্ঠু ও উৎসবমুখর করতে দিনরাত কাজ করছেন জেলা আওয়ামী লীগের নেতারা। ইতিমধ্যেই যশোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বমোট ০৮ টি উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটি গুলো হলো- অর্থ কমিটি, আপ্যায়ন কমিটি, সাজ-সজ্জা কমিটি, স্বেচ্ছাসেবক উপকমিটি, অভ্যার্থনা কমিটি, প্রচার উপ কমিটি, স্বাস্থ্য উপ কমিটি, দপ্তর উপ কমিটি।

অর্থ উপকমিটিতে শহিদুল ইসলাম মিলন, অভ্যর্থনা কমিটিতে শাহীন চাকলাদার, দপ্তর উপকমিটিতে অহিদুল ইসলাম তরফদার, প্রচার উপকমিটিতে নবী নওয়াজ মো: মুজিবদৌলা সরদার কনক, স্বেচ্ছাসেবক উপকমিটিতে মোশারেফ হোসেন, স্বাস্থ্য বিষয়ক উপকমিটিতে ডা. এম এ বাশার, আপ্যায়ন কমিটিতে বাবু মোহিত কুমার নাথ, সাজসজ্জা উপ কমিটিতে মো: আফজাল হোসেনকে আহবায়ক করে এসব উপকমিটি ঘোষনা করা হয়। আর নির্বাহী কমিটির সভা থেকে চূড়ান্ত করা হয়েছে ৪৫৫ জন কাউন্সিলরের নাম।

প্রায় প্রতিদিনই সম্মেলনস্থলের প্রস্তুতি দেখতে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। সোমবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এসএম কামাল হোসেন যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, সম্মেলনের সার্বিক প্রস্তুতি প্রায় শেষের পথে। ইতিমধ্যে কাউন্সিলর ও ডেলিগেটদের কাছে কার্ড পৌঁছে দেয়া হয়েছে। কাউন্সিল সুষ্ঠু ও উৎসবমুখর করতে আটটি উপ-কমিটি গঠন করা হয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে সম্মেলন শেষ হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত