আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:১১

জেলা আওয়ামী লীগ নেতার বাসায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের এক নেতার বাসা থেকে হাসান আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তিকে হত্যার অভিযোগে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়নপুর গ্রাম থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান আলী গাইবান্ধা জেলা শহরের থানাপাড়ার মৃত হজরত আলীর ছেলে।

এলাকাবাসী ও পরিবারের লোকজন জানায়, বেশকিছু দিন ধরে সুদের টাকার জন্য হাসান আলীকে নিজ বাসায় আটকে রাখেন মাসুদ রানা। এনিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠকও হয়। তারপর শনিবার তার বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

গাইবান্ধা সদর থানার ওসি মো. মাহফুজার রহমান জানান, শনিবার সকালে আওয়ামী লীগ নেতার বাসায় একটি লাশ ঝুলে রয়েছে বলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তবে হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত