খানজাহান আলী 24/7 নিউজ: গোপন তথ্যের ভিত্তিতে এসআই মফিজুল ইসলাম পিপিএম ও সঙ্গীয় ফোর্সের অভিযানে শার্শা থানার নাভারন সাতক্ষীরা মোড় এলাকা থেকে চোরাই মটর সাইকেল ক্রয়/বিক্রয়কালে হাতে নাতে ০৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা। অভিযানটির নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মাসুম কাজী।
গ্রেফতারকৃত আসামীরা হলো মাগুরা জেলার শ্রীপুর থানার কাদিরপাড়া পূর্বপাড়ার ইয়ার আলীর ছেলে মোঃ বিদ্যুৎ (৪২), একই গ্রামের অসিত কুমার দাসের ছেলে অরুপ কুমার দাস (৩৩), এবং যশোর জেলার শার্শা থানার রেল বাজার নাভারণ মোড়, যাদবপুরের মৃত সাব্দার আলীর ছেলে মোঃ শফিয়ার রহমান (৩৮)।
গতকাল ১২ এপ্রিল দুপুরে আটকের পর আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গাড়িটি সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন কুলিয়া এলাকা হইতে চুরি করে। প্রকৃত মালিকের সন্ধান পাইলে গাড়ির পেয়ে এজাহার দায়ের করলে শার্শা থানার মামলা নং-২২ তাং-১২/০৪/২০২১ ইং ধারা-৩৭৯/৪১১/৪১৩/৪৬৮/৪৭১/৪২০/৩৪ পেনাল কোড রুজু করা হয়। গাড়িটির প্রকৃত মালিক সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন কুলিয়া গ্রামের মৃত মহরম আলীর ছেলে মোঃ হাবলুর রহমান (৩০)।
জেলা গোয়েন্দা শাখার পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আসামীগণ আন্তঃজেলার পেশাদার মটর সাইকেল চোর চক্রের সদস্য। তাদের থেকে চোরাই মটর সাইকেলসহ জাল রেজিষ্টেশন সনদপত্র, অন্যান্য চোরাই গাড়ির ডিজিটাল নাম্বার প্লেট জব্দ করেছেন জেলা গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক চুরি, দস্যুতা, হত্যা মামলা রয়েছে।
আসামীদের আটকের সময় ০১টি চোরাই মটর সাইকেল, ০১ টি ডিজিটাল নাম্বার প্লেট, জাল রেজিঃ সনদপত্র, ০৩ টি মোবাইল সেট, নগদ ১০,০০০/- টাকা উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখার পুলিশ ।