আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:৫১

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০৩টি সফল অভিযানে ৪৫০ পিচ ইয়াবা ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার গ্রেফতার-০৩

 

যশোর জেলার কোতয়ালী থানাধীন নতুন খয়েরতলা তেতুলতলার মোড়, জনৈক সোহান হোসেন হৃদয় এর বাড়ির সামনে গোলী রাস্তার উপর হতে মোঃ সোহান হোসেন হৃদয়(৩০), পিতা- নুর ইসলাম মন্ডল, মাতা-নাসিমা বেগম, সাং- নতুন খয়ের তলা, তেঁতুলতলার মোড়, থানা-কোতয়ালী, জেলা-যশোর’কে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। যার মূল্য ২০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

অপরদিকে এসআই(নিঃ)/ মোঃ শাহিনুর রহমান সংগীয় এএসআই(নিঃ) শেখ কামরুল আলম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৭.১৫ ঘটিকায় , যশোর কোতয়ালী মডেল থানাধীন যশোর টু নড়াইল মহাসড়কের দক্ষিন পাশে বিসিক ১নং গেটের মধ্যে মদিনা মেটাল ইন্ডাঃ এর সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ শওকত আলী(৫৪), পিতা-আকবর আলী, মাতা-মৃত. ছকিনা বেগম, সাং-দায়তলা পশ্চিম পাড়া, থানা-কোতয়ালী ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। যার মূল্য ১,৩৫,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

অপরদিকে ১৮ জানুয়ারী ডিবি যশোরের এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাশ, এসআই(নিঃ)/ মোঃ আরিফুল ইসলাম, এএসআই(নিঃ)/নিরমল কুমার ঘোষ ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বাঘারপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৯.১০ ঘটিকায় , যশোর বাঘারপাড়া থানাধীন ১নং জহুরপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামস্থ নরসিংহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ভবনের সামনে মাঠে হতে আসামী মোঃ নয়ন হোসেন(২৩), পিতা-ইসরাইল শেখ, মাতা-মর্জিনা বেগম, সাং-নরসিংহপুর (পরামানিকপাড়া) থানা-বাঘারপাড়া ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। যার মূল্য ৪০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাশ বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

আরো সংবাদ